বিতর্কিত ফেসবুক পোস্টের জন্য ক্ষমা চেয়েছে তানজিম সাকিব

বিতর্কিত ফেসবুক পোস্টের জন্য ক্ষমা চেয়েছে তানজিম সাকিব
বিতর্কিত ফেসবুক পোস্টের জন্য ক্ষমা চেয়েছে তানজিম সাকিব

ভারতের বিপক্ষে এশিয়া কাপের শেষ ম্যাচে বাংলাদেশ জয়লাভ করে। সেই ম্যাচে অভিষেক হয়েছিল তরুণ পেসার তানজিম হাসান সাকিবের। আশা জাগানিয়া পারফর্ম করে বেশ নজর কেড়েছিল তানজিম। তবে তিনি পরবর্তীতে ‘নজর কাড়েন’ আরও কিছু বিষয় নিয়ে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ও সমালোচিত ছিল। এই বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে বক্তব্য এসেছে। বোর্ড কথা বলেছে এই ক্রিকেটারের সাথে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) বেশ আলোচিত নাম এখন তানজিম হাসান সাকিব। ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচের পর তাঁর কিছু পুরোনো ফেসবুক পোস্ট সামনে এসেছে। যা নিয়ে হয়েছে আলোচনা ও সমালোচনা।

২০২২ সালের ৯ সেপ্টেম্বর তানজিম তার ফেসবুক পেজে একটি পোস্টে লিখেছিলেন। যা ছিল নারী বা স্ত্রী’দের চাকরী বা কর্মক্ষেত্র বিষয়ক। সেই পোস্ট নিয়েই বেশ আলোচনা-সমালোচনা হয়েছে। অনেকে অনেকরকম মন্তব্য রাখছেন।

এবার বিসিবি থেকে এ বিষয়ে মন্তব্য পাওয়া গেল। বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আজ এ ব্যাপারে (মঙ্গলবার) কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে।

জালাল ইউনুস বলেন,

“ক্রিকেট বোর্ড থেকে, ক্রিকেট অপারেশন্স থেকে তানজিম সাকিবের সাথে আমাদের আলোচনা হয়েছে। ওর সাথে আমরা কথা বলেছি। মিডিয়া কমিটি থেকেও তার সাথে যোগাযোগ করা হয়েছে। তাকে আমরা অবগত করেছিলাম, যেসব পোস্ট ফেসবুকে এসেছে… তার বক্তব্য হচ্ছে- কাউকে আঘাত করার উদ্দ্যেশে এরকম পোস্ট দেওয়ার কথা না। সে যেসব পোস্ট দিয়েছে, তার নিজ থেকে দিয়েছে, কাউকে উদ্দেশ্য করে না। এটা দেওয়ার পর কারও আঘাত যদি লেগে থাকে হি ইজ সরি ফর দ্যাট।”

তিনি আরও বলেন, “সে বলেছে, আমি দুঃখিত। সে যেহেতু ভুল স্বীকার করেছে। সে একটা বড় কথা বলেছে- সে নারী বিদ্বেষী নয়। সে বলেছে আমার মা-ই তো একজন নারী। আমি কীভাবে নারী বিদ্বেষী হতে পারি। আমরা তাকে পর্যবেক্ষণ করব।“

“তার পরিবারও এ ব্যাপারে খুবই শঙ্কিত। এমন পরিস্থিতি তারাও আশা করেনি। তারাও দুঃখিত। সামনে বিশ্বকাপ আছে, সে ইয়াং ছেলে, বয়স কম। এজন্য তাকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপরও ওরকম কিছু যদি থাকে তাহলে আমরা অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।”

Scroll to Top