বিটিভির হীরকজয়ন্তীতে নানা আয়োজন

বিটিভির হীরকজয়ন্তীতে নানা আয়োজন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ৬০ বছর পূর্তিতে তৈরি হয়েছে থিম সং। মিল্টন খন্দকারের সংগীতায়োজনে গানটি গাইছেন আলম আরা মিনু, রিজিয়া পারভীন, রোমানা ইসলাম, হাসান চৌধুরী, বশিরুজ্জামান সাব্বির, মুহিন ও স্বরলিপি। এ ছাড়া সরাসরি প্রচারিত সংগীতানুষ্ঠানে গাইবেন খুরশীদ আলম, রিজিয়া পারভীন, ফেরদৌস আরা, বুলবুল ইসলাম, অপু আমান, স্বরলিপি, রাজীব, শাহনাজ বেলী, গামছা পলাশ, আয়েশা জেবিন দীপা ও মনির বাউলা। থাকছে মুনমুন আহমেদের পরিচালনায় বিশেষ নৃত্যানুষ্ঠান। নৃত্য পরিবেশন করবেন মুনমুন, তামান্না, নিসা, উপমাসহ আরও অনেকে। এ ছাড়া প্রচারিত হবে বিশেষ আলোচনা অনুষ্ঠান, তারকাদের শুভেচ্ছা বাণী, প্রামাণ্য অনুষ্ঠান ‘ডিআইটি থেকে রামপুরা’ ও নাটক ‘সোনার সিন্দুক’।

Scroll to Top