বিঘার পর বিঘা জুড়ে আপেল কুল! চাইলে গাছ থেকে তুলে খেতেও পারবেন এখান থেকে, কোথায় জানেন?

বিঘার পর বিঘা জুড়ে আপেল কুল! চাইলে গাছ থেকে তুলে খেতেও পারবেন এখান থেকে, কোথায় জানেন?

Last Updated:

মাত্র ৬০ টাকা কিলো দরে আপনি পাবেন আপেল কুল,জানুন বিস্তারিত।

X

বিঘার পর বিঘা জুড়ে আপেল কুল! চাইলে গাছ থেকে তুলে খেতেও পারবেন এখান থেকে, কোথায় জানেন?

থাই আপেল কুল 

বীরভূম: কথাতেই রয়েছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই ১৩ পার্বণের মধ্যে একটি পার্বণ হল সরস্বতী পুজো। সরস্বতী পুজোর আগেই দেখতে পাওয়া যায় বাজারে ছোট বড় বিভিন্ন ধরনের কুল।বিশেষ করে বড় আপেল কুল খেতে সবাই ভালোবাসেন। তবে সেগুলি বাজার থেকে কিনে খেতে হয়। অনেক ক্ষেত্রে বাজার থেকে কিনলে এক অথবা দুই দিনের বাসি কুলও কিনতে হয়। তবে যদি বাজার থেকে না কিনে কোনও এক কুলের বাগান থেকে আপনি নিজের হাতে লাল টুকটুকে আপেল কুল পেড়ে খেতে পারেন তাহলে কেমন হয় বলুন তো!

আরও পড়ুন- ঠিক ‘১ মাস’ পরেই আপনার ‘হার্ট অ্যাটাক’ হবে! যদি চোখে ফুটে ওঠে এই লক্ষণ, ভাল করে বুঝে নিন

আরও পড়ুন- ১৫০ কেজি! দুপুর হলেই রোদে এসে প্রেম করত এই ‘অজগর জুটি’? তার পর যা হল…!

এই সুযোগ পাওয়ার জন্য আপনাকে আসতে হবে বীরভূম। বীরভূম ভ্রমণে এসে অবশ্যই বীরভূমের সতীপীঠে অন্যতম নলহাটির নলাটেশ্বরী মন্দিরে পুজো দিতে আসবেন। আর সেখানে পুজো দেওয়ার পর আপনাকে পৌঁছে যেতে হবে সেখান থেকে মাত্র তিন কিলোমিটার দূরে বাউটিয়া গ্রামে। মন্দিরের বাইরে যে কোনওটোটোতে চেপে বলবেন ডিএড কলেজ এর সামনে বাউটিয়া গ্রাম যাব। সেখানে গেলেই আপনি দেখতে পাবেন সেই বাগান যেখানে বিঘার পর বিঘা জমি ধরে শুধুমাত্র থাইল্যান্ডের কুল চাষ করা হয়েছে।

এখানে এসে আপনি মাত্র ষাট টাকা কিলো দরে এই কুল কিনতে পারবেন। সময় ক্ষেত্রে এই দাম ওঠানামা করতে পারে।আপনি চাইলে নিজের হাতে গাছ থেকে কুল পেরে পছন্দ করে নিতে পারেন। আর আপনি যদি চান এই গাছের চারাও কিনতে পারবেন এখান থেকে। তার জন্য আপনাকে দিতে হবে এইমাত্র ৫০ থেকে ৬০ টাকা।

বীরভূমের নলহাটির বাউটিয়া গ্রামের বাসিন্দা রাজুদ্দিন শেখ দীর্ঘ প্রায় কয়েক বছর ধরে থাই আপেল কুল চাষ করছেন প্রায় চার বিঘা জমি জুড়ে। মূলত এই গাছের চারা তিনি নিয়ে আসেন দক্ষিণ ২৪ পরগনা থেকে আর সেই চারা নিয়ে এসে তিনি বীরভূমের মাটিতে থাইল্যান্ডের কুল চাষ করে স্বনির্ভর হচ্ছেন। শুধুমাত্র তিনি স্বনির্ভর হচ্ছেন সেটা নয় এর পাশাপাশি এই কুল গাছের চারা বিক্রি করে তিনি অন্যদেরকেও স্বনির্ভর হওয়ার বার্তা দিচ্ছেন। তাই এবার যদি বীরভূম আসেন আর আপনার যদি পছন্দের তালিকায় হয় আপেল কুল তাহলে এই জায়গায় ঘুরে যেতে ভুলবেন না।

সৌভিক রায়

Scroll to Top