বিএনপি অত্যাচার-নির্যাতন ও দুঃশাসনের রাজনীতিতে বিশ্বাস করে না – DesheBideshe

বিএনপি অত্যাচার-নির্যাতন ও দুঃশাসনের রাজনীতিতে বিশ্বাস করে না – DesheBideshe

বিএনপি অত্যাচার-নির্যাতন ও দুঃশাসনের রাজনীতিতে বিশ্বাস করে না – DesheBideshe

নরসিংদী, ০৯ মার্চ – বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি আইনের রাজনীতিতে বিশ্বাস করে। সন্ত্রাসের রাজনীতি বিশ্বাস করে না। কালো টাকা, অত্যাচার-নির্যাতন ও দুঃশাসনের রাজনীতিতে বিশ্বাস করে না।

রোববার (৯ মার্চ) সন্ধ‌্যায় নরসিংদীতে একটি ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্রে বিশ্বাস করি বলেই একটি সুষ্ঠু নির্বাচনের জন্য গত ১৭ বছর ধরে আন্দোলন করেছি। অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ উন্মুক্ত করুক।

পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাচ্চু মিয়ার সভাপতিত্বে মাহফিলে আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাবুব আল, মেহের পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রশিদ, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লাল মিয়া মেম্বার আবু সিদ্দিক মিয়া ও মো. তারিক হোসেন রানা প্রমুখ বক্তব্য রাখেন।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ০৯ মার্চ ২০২৫



Scroll to Top