বাড়ি বন্ধক রেখে, মায়ের গয়না বেচে সারদার অর্থ ফিরিয়েছি: কুণাল

বাড়ি বন্ধক রেখে, মায়ের গয়না বেচে সারদার অর্থ ফিরিয়েছি: কুণাল

২০১৩ সালে কলকাতায় ফাঁস হয় সারদা আর্থিক কেলেঙ্কারির ঘটনা। কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের বেশ কয়েকজন নেতা, সাংসদ, বিধায়ক ও মন্ত্রী। ১৪ হাজার কোটি রুপির ওই আর্থিক কেলেঙ্কারিতে উঠে আসে রাজ্যসভার তৎকালীন সদস্য কুণাল ঘোষ, রাজ্যের পরিবহনমন্ত্রী মদন মিত্র, সাংবাদিক ও সাংসদ সৃঞ্জয় বসু, রাজ্য পুলিশের সাবেক ডিজি রজত মজুমদার, বিশিষ্ট ক্রীড়াবিদ দেবব্রত সরকারসহ বিশিষ্ট ব্যক্তিদের নাম।

হাজার হাজার কোটি রুপি নয়ছয়ের ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত হন ১৭ লাখ ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এ-সংক্রান্ত মামলায় ফেঁসে যান সাংসদ কুণাল ঘোষও। বিশাল অঙ্কের এই আর্থিক কেলেঙ্কারির খবর ফাঁস হওয়ার পর ২০১৩ সালের ১০ এপ্রিল সারদার কর্ণধার সুদীপ্ত সেন কলকাতা ছেড়ে পালিয়ে যান। তখন ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইকে ১৮ পাতার একটি চিঠি লিখে যান তিনি। তাতে বলেন, তাঁর বিরাট আর্থিক প্রতিষ্ঠান ডোবানোর পেছনে আছেন ২২ জন। ওই ২২ জনকে দোষী সাব্যস্ত করে তাঁর আবেদনকে যেন এফআইআর হিসেবে গণ্য করা হয়।

সুদীপ্ত সেন আরও লেখেন, বারবার চাপ তৈরি করে তাঁর কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ওই ব্যক্তিরা। তাঁর এ অভিযোগের পর গ্রেপ্তার হন কুণাল ঘোষ, সৃঞ্জয় বসু, মদন মিত্রসহ বেশ কয়েকজন।

Scroll to Top