বাধ্যতামূলক অবসরে এনবিআরের আরেক কর্মকর্তা | চ্যানেল আই অনলাইন

বাধ্যতামূলক অবসরে এনবিআরের আরেক কর্মকর্তা | চ্যানেল আই অনলাইন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল২, ঢাকার কর পরিদর্শক (গ্রেড১০) লোকমান আহমেদকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

রোববার (৩ আগস্ট) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সরকারি চাকরিতে ২৫ বছর পূর্ণ হওয়ায় লোকমান আহমেদকে অবসরে পাঠানো হয়েছে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী সব অবসর সুবিধা পাবেন। জনস্বার্থে নেওয়া এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এনবিআর সূত্র জানায়, সাম্প্রতিক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন লোকমান আহমেদ। এই আন্দোলনে যুক্ত একাধিক কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। এতে কর্মকর্তাদের মধ্যে ভীতি তৈরি হয়।

পরে এনবিআর কর্মকর্তাদের ‘ভয়ভীতি মুক্ত ও পক্ষপাতহীনভাবে’ কাজ করার আহ্বান জানান অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে এনবিআর চেয়ারম্যানকেও অতীতের বিরোধ ভুলে কাজ করার পরামর্শ দেন তিনি।

উল্লেখ্য যে, গত ২৮ ও ২৯ জুন এনবিআর রিফর্ম ইউনিটি কাউন্সিলের ডাকা কর্মসূচির কারণে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগে কার্যত অচলাবস্থা তৈরি হয়। রাজস্ব আদায় কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়।

গত ১২ মে সরকার এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতিমালা বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের ঘোষণা দেয়। এরপর থেকেই কর্মকর্তারা আন্দোলন করে আসছিলেন।

Scroll to Top