দেশে আঙুর চাষ শুরু হওয়ায় এখন অনেক উদ্যোক্তাই স্বপ্ন দেখছেন বাণিজ্যিকভাবে আঙুর চাষের। তবে চাঁদপুরের এক তরুণ গতানুগতিক ধারায় আঙুর চাষে না নেমে পৃথিবীর বিভিন্ন দেশের প্রায় শত রকমের আঙুর নিয়ে করছেন পরীক্ষা নিরীক্ষা। নিজ বাড়ির ছাদে এবং মাঠে আমাদের জলবায়ূ উপযোগী আঙুরের জাত বাছাই করছেন। তার আশা, আঙুরের বাণিজ্যিক চাষে নামার।