বাজারে নিত্যপণ্যের দামে কোন সুখবর নেই। বেশিরভাগ সবজির দাম ৮০ টাকার ওপরে। বিক্রেতারা বলছেন, সবজির চাহিদার তুলনায় বর্তমান সময়ে সরবরাহ কম, তাই দাম বেশি।
আজ ১৫ আগস্ট শুক্রবার বাজার ঘুরে দেখা যায়, দেশি ডাল ও আদার দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। ডিমের দাম বেড়ে ১৫০ টাকা ডজন বিক্রি হচ্ছে। আগেই বেড়ে থাকা চালের দামও কমেনি।
বাজারে কাঁচা পেপে ছাড়া সাধারণ সবজির দামও কেজিপ্রতি ৮০ টাকা বা তার বেশি। কিছু সবজি ১০০ টাকার ওপরে। গত তিন সপ্তাহের মধ্যে দাম অনেক দ্রুত বেড়েছে।
বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে দেশি মশুর ডালের দাম। বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি। আদার দাম ২০০ থেকে ২২০ টাকা। তবে কমেছে রসুনের দাম।
দীর্ঘদিন ১২০ টাকা ডজন থাকলেও কয়েকদিন ধরে ডিমের দাম বেড়ে দেড়শ’ টাকা হয়েছে। বাজারে ব্রয়লার মুরগির কেজি ১৮০ থেকে ৮৫ টাকা। সোনালি মুরগির কেজি ৩৩০ টাকা।
কুরবানির ঈদের পর বেড়ে যাওয়া চালের দাম আর কমেনি। তবে সামনে কমতে পারে বলে আভাস দিয়েছেন ব্যবসায়ীরা।
চালের দামে সরকারের সরাসরি হস্তক্ষেপ দরকার বলে মনে করেন ভোক্তারা।