বাঙালির আবেগ, স্বাধীনতা দিবসেই উদ্বোধন নেতাজির বিশাল মূর্তি! কোথায় হচ্ছে জানেন?

বাঙালির আবেগ, স্বাধীনতা দিবসেই উদ্বোধন নেতাজির বিশাল মূর্তি! কোথায় হচ্ছে জানেন?

Last Updated:

বিষ্ণুপুরের শিল্পী অশোক সূত্রধর এবং তার পুত্র মনোজ সূত্রধর তিন মাসের পরিশ্রমে এই ফাইবারের মূর্তিটি বানিয়েছেন। প্রশাসনের উদ্যোগে একটি নেতাজি উদ্যান পার্ক করা হবে।

+

বাঙালির আবেগ, স্বাধীনতা দিবসেই উদ্বোধন নেতাজির বিশাল মূর্তি! কোথায় হচ্ছে জানেন?

নেতাজি সুভাষচন্দ্র বোসের মূর্তিতে রং করছেন শিল্পী।

িবিষ্ণুপুর, বাঁকুড়া, অনিকেত বাউরী: মন্দির নগরী বিষ্ণুপুরকে সাজিয়ে তোলার জন্য ট্যুরিজম দফতরের পক্ষ থেকে অনেকদিন আগেই বিষ্ণুপুর শহর ঢোকার মুখেই একটি টেরাকোটার গেট তৈরি করা হয়েছিল। আবারও এই বিষ্ণুপুরকে সাজিয়ে তোলার জন্য বিষ্ণুপুর প্রশাসনের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে। যা শুনলে আপনারও দেখতে ইচ্ছা হবে। রীতিমতই বিষ্ণুপুরবাসীর কাছে এটি একটি আনন্দের খবর। আর হাতেগোনা কয়েকটি দিন পরেই স্বাধীনতা দিবস। এই দিনেই বিষ্ণুপুরবাসী তথা মন্দির নগরী বিষ্ণুপুরে আসা পর্যটকদের একটি উপহার দিতে চলেছে বিষ্ণুপুর প্রশাসন।

Scroll to Top