বাগেরহাটের ১ টি নির্বাচনী আসন কমানোকে ইসি’র জনবিরোধী সিদ্ধান্ত বলে মন্তব্য করে আগের মত ৪ টি আসন বহালের দাবি জানিয়েছে এলাকাবাসী। এছাড়া ইসির সীমানা নিয়ে শুনানীতে বরগুনায় ২টি থেকে বাড়িয়ে ৩টি ও পিরোজপুরে ৩টি থেকে বাড়িয়ে ৪ টি আসন করার দাবি জানানো হয়। পার্বত্য তিনজেলার আসন সংখ্যা তিন থেকে বাড়িয়ে আটটি করার প্রস্তাবও এসেছে।
