বাগেরহাটে লখপুর গ্রুপের শিল্প প্রতিষ্ঠান চালুর দাবিতে কর্মহীন শ্রমিকদের বিক্ষোভ | চ্যানেল আই অনলাইন

বাগেরহাটে লখপুর গ্রুপের শিল্প প্রতিষ্ঠান চালুর দাবিতে কর্মহীন শ্রমিকদের বিক্ষোভ | চ্যানেল আই অনলাইন

চিংড়ি প্রক্রিয়াজাতকরণ, পাটকল, প্রিন্টিং এন্ড প্যাকেজিং, সিরামিকসহ ইত্যাদি পণ্য রফতানিকারক ১৭টি শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালুর দাবি জানিয়েছে লখপুর গ্রুপের কর্মহীন শ্রমিক, কর্মকর্তা-কর্মচারীরা।

শুক্রবার (১০ জানুয়ারি) সকালে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়স্থ গ্রুপটির বন্ধ কারখানার সামনে মানববন্ধনে অংশ নেন কয়েক হাজার শ্রমিক। এসময়ে তারা খুলনা-মংলা মহাসড়কে কিছুক্ষণ অবস্থান করেন। তাদের দাবি, আওয়ামী দুঃশাসন, চাঁদাবাজি, দখলদারত্ব ও রোষানলে পড়ে গ্রুপটির ব্যবসায়িক নিবন্ধন বন্ধ করে দেয়া হয়েছে।

এছাড়া লখপুর গ্রুপভুক্ত সকল শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব মিথ্যা অভিযোগে আদালতে ভুল তথ্য দিয়ে ফ্রিজ করা হয়েছে। এতে স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ায় গ্রুপে কর্মরত প্রায় ১৫ হাজার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারী মানবেতর জীবনযাপন করছে।

শ্রমিকরা জানান, বন্ধ হয়ে যাওয়া এসব কারখানায় চাকরি করে তাদের সংসার চলতো। এখানকার বেতন দিয়ে তাদের ছেলে-মেয়েদের পড়াশুনা হয়। বিগত আওয়ামী সরকারের নেতাদের চাঁদাবাজি ও সরকারের প্রত্যক্ষ ইন্ধনে এই কারখানাগুলো বন্ধ হয়ে যায়। যে কারণে তাদের কয়েক হাজার শ্রমিক আজ পথে বসে গেছে।

GOVT

বিক্ষোভ থেকে লখপুর গ্রুপের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন দাশকে দ্রুত গ্রেফতার করে তার কঠোর বিচার দাবীতে স্লোগান দেয় শ্রমিকরা।

Shoroter Joba

Scroll to Top