বাগদান হলো অ্যামির! | চ্যানেল আই অনলাইন

Fresh Add Mobile

হলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকশন এবং ‘গসিপ গার্ল’ অভিনেতা এড ওয়েস্টউইক এর বাগদান হয়ে গেল। সোমবার ২৯ জানুয়ারি তারা এই খবর সামাজিক মাধ্যমে জানান।

অ্যামি জ্যাকসন তার সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি পোস্ট করেছেন সেখানে দেখা গেছে পেছনে উঁচু পাহাড়, তুষারে ঢাকা। দুই পাহাড়ে সংযোগ ঘটিয়েছে একটি ব্রিজ। সেই ব্রিজে এড ওয়েস্টউইক-কে হাঁটু গেঁড়ে বসে থাকতে দেখা গেছে অভিনেত্রীর সামনে। আরো দুটি ছবিতে তাদেরকে জড়িয়ে থাকতে দেখা গেছে। অ্যামির হাতে দেখা গেছে বাগদানের ডায়মন্ড রিং।

Bkash

ক্যাপশনে অ্যামি লিখেছেন, ‘হ্যাঁ বললাম।’ সাথে একটি আংটির ইমোজি দিয়েছেন তিনি। বাগদানের দিন অ্যামির পরনে ছিল সাদা স্যুট। এড পরেছিলেন একটি গ্রে জ্যাকেট, অলিভ সবুজ রঙের প্যান্ট এবং জুতো।

সৌদি আরব রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ব্রিটিশ অভিনেতা এড ওয়েস্টউইকের সঙ্গে প্রথম পরিচয় অ্যামির। মূলত তারপরই সম্পর্কে জড়ান তারা। ২০২২ সালে সম্পর্কের কথা স্বীকার করেন অ্যামি।

Reneta June

হলিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন অ্যামি জ্যাকসন। বলিউডেও দেখা গেছে তাকে। ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে নিয়ে অনেকবার আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Scroll to Top