‘বাকি সব ম্যাচ জিতলেই আমরা চ্যাম্পিয়ন হবো’ | চ্যানেল আই অনলাইন

‘বাকি সব ম্যাচ জিতলেই আমরা চ্যাম্পিয়ন হবো’ | চ্যানেল আই অনলাইন

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ অনূর্ধ্ব-১৭ এর প্রথম লেগের খেলা শেষ হয়েছে। তিন ম্যাচে দুটিতে জিতে টেবিলের দুইয়ে বাংলাদেশ। বুধবার দ্বিতীয় লেগের খেলা শুরু হচ্ছে। এ লেগের সবগুলো ম্যাচ জেতার জন্য কাজ করছে বাংলাদেশ দল।

বাংলাদেশ দলের সহকারী কোচ আবুল হোসেন জানালেন, ‘অনূর্ধ্ব-১৭ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম লেগের খেলা আমরা শেষ করেছি। এখন আমরা দ্বিতীয় লেগের খেলা শুরু করব। এই লেগে যদি আমরা তিনটা ম্যাচ জিততে পারি তাহলে চ্যাম্পিয়ন হবো। সেভাবেই আমরা কাজ করেছি। সকলের দোয়া চাই, ইনশাআল্লাহ দেশবাসীকে হতাশ করব না।’

আসরে বাংলাদেশের শুরুর ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-১ গোলের জয় তুলেছিলেন কোচ মাহবুবুর রহমান লিটুর শিষ্যরা। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২-০ গোলে হারের পর অর্পিতা বিশ্বাসের দল তৃতীয় ম্যাচে ভুটানকে হারায় ৩-০ গোলে।

দ্বিতীয় লেগে নেপালের বিপক্ষে আসরে নিজেদের চতুর্থ ম্যাচে বুধবার নামবে বাংলাদেশ। খেলা শুরু হবে বিকেল ৩টায়।

Scroll to Top