বাংলাদেশের হাতে আটক ৩৪ মৎস্যজীবীর সঙ্গে দেখা করতে কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে ভারত

বাংলাদেশের হাতে আটক ৩৪ মৎস্যজীবীর সঙ্গে দেখা করতে কনস্যুলার অ্যাক্সেস চেয়েছে ভারত

বাংলাদেশের জলসীমায় আটক ৩৪ জন ভারতীয় মৎস্যজীবীর সঙ্গে দেখা করতে কনস্যুলার অ্যাক্সেসের আবেদন করেছে নয়াদিল্লি। ঢাকার ভারতীয় হাইকমিশন ইতিমধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করেছে।

ভারতীয় সরকারি সূত্র জানায়, ১৪-১৫ জুলাই রাতে মংলা বন্দরের কাছে আন্তর্জাতিক সমুদ্রসীমানা অতিক্রম করে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার অভিযোগে ‘এফবি ঝড়’ এবং ‘এফবি মা মঙ্গল চন্ডি’ নামের দুটি ভারতীয় ট্রলার ও ৩৪ জন ক্রুকে আটক করে বাংলাদেশ নৌবাহিনী। পরে তাঁদের বাংলাদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং আইন অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে।

ভারতের এক সরকারি কর্মকর্তা বলেন, ‘আটকের খবর পাওয়া মাত্রই ঢাকায় ভারতীয় হাইকমিশন তাৎক্ষণিকভাবে কনস্যুলার অ্যাক্সেসের জন্য অনুরোধ করেছে। আমাদের লক্ষ্য, মৎস্যজীবীদের ট্রলারসহ নিরাপদে এবং দ্রুত ফিরিয়ে আনা।

Scroll to Top