দিনাজপুর, ২১ ফেব্রুয়ারি – টানা ৯ মাস পর ফের রেলপথ দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানির পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিনাজপুরের বিরল রেল স্টেশন মাস্টার মো. রায়হানুজ্জামান ও রাজস্ব কর্মকর্তা নারায়ণ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টায় ভারতের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর রেলওয়ে স্টেশন থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার বিরল স্থলসীমান্ত হয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রেন চলাচল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
তিনি আরো বলেন, ভারতের পণ্যবাহী ট্রেনটি বৃহস্পতিবার রাতে তাদের দেশের শেষ প্রান্ত রাধিকাপুর রেলস্টেশন থেকে আনুষ্ঠানিকতা শেষে দিনাজপুর বিরল স্থলবন্দর হয়ে বিরল রেলওয়ে স্টেশনে রাত ৯টায় এসে পৌঁছায়।পণ্য খালাসের পর পুনরায় ট্রেনটি একই পথে ভারতে ফিরে যাবে।
সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২১ ফেব্রুয়ারি ২০২৫