গত মে-জুনে পাকিস্তানের মাটিতে টি-টুয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। এবার তিন ম্যাচের ফিরতি টি-টুয়েন্টি সিরজ খেলতে বাংলাদেশে এসেছে দলটি। সিরিজজুড়ে অবশ্য বাকা চাহনি প্রতিকূল আবহাওয়ার। বৃষ্টি বাগড়া দিতে পারে ম্যাচে।
মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রোববার লিটন দাসের সঙ্গে লড়াইয়ে নামবে সালমান আলি আঘার দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে খেলা।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রোববার সকাল থেকে ঢাকার আকাশ মেঘলা থাকলেও এখনও বৃষ্টি হয়নি। বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা ৩৫ শতাংশেরও কম। বৃষ্টি হলেও ম্যাচ বাতিলের মতো পরিস্থিতিতে না গড়ানোর সম্ভাবনাও বেশি।
তবে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচদিনের মধ্যে অর্থাৎ, ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। শক্তি সঞ্চয় করে ঘণীভূত হতে পারে লঘুচাপটি। তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই।
ঢাকায় রোববারের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। বাতাসের আর্দ্রতা ৭৫ শতাংশ পর্যন্ত বাড়ার সম্ভাবনা রয়েছে।