বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের পর বয়সভিত্তিক অনূর্ধ্ব-২০ নারী দলও এএফসি এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে। দুই দলের পারফরম্যান্সে বাংলাদেশ ফুটবল বেশ আলোচনায়। কথা বলেছেন নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণও। তার মতে, বাংলাদেশ নারী ফুটবল সঠিক পথে আছে।
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সাফল্য নিয়ে কথা বলেছেন মাহফুজা আক্তার কিরণ। বললেন, ‘যে বছর সিনিয়র টিম কোয়ালিফাই করলো, একই বছর বয়সভিত্তিক টিমও কোয়ালিফাই করলো। এতে বুঝতে হবে বাংলাদেশ নারী ফুটবল সঠিক পথে আছে এবং ধারাবাহিকভাবে উন্নতি করছে। এখান থেকে একটা বিষয় প্রমাণ হয় আমাদের পাইপলাইন অনেক স্ট্রং।’
‘১৩ তারিখ আমরা বাফুফের সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে বসবো। দুই দলের জন্য অনুশীলন ম্যাচ ও ট্রেনিংয়ের ব্যবস্থা করবো। আমাদের সর্বোচ্চ পর্যায় থেকে প্রচেষ্টা করে যেতে হবে। জাপান ফুটবল ফেডারেশনের কাছে আমি আবার মেইল করেছি। আমরা সিনিয়র-জুনিয়র দুই দলকে নিয়ে একসঙ্গে ক্যাম্প করতে চাচ্ছি।’
খেলোয়াড়দের খাবার নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক খরব হয়, সেটা নিয়েও কথা বলেছেন কিরণ। পুষ্টিবিদদের ডায়েট চার্ট নিয়ে বাফুফেতে খেলোয়াড়দের খাবার দেয়া হয়, জানালেন তিনি। লাওসের হোটেলে মেয়েদের খাবার নিয়ে সমস্যা হয়েছে জানিয়েছেন সেটিও। বললেন, খেলোয়াড়রা ওখানে ঠিকমত খেতে পারছে না সেটা জেনেছেন।