‘বাংলা ভাষার জন্য যে কোনও লড়াই করতে হয়, আমরা করব’ | চ্যানেল আই অনলাইন

‘বাংলা ভাষার জন্য যে কোনও লড়াই করতে হয়, আমরা করব’ | চ্যানেল আই অনলাইন

দিল্লি, রাজস্থান, ওড়িশা, ছত্তিসগড়, মহারাষ্ট্রসহ ভারতের বিভিন্ন রাজ্য়ে বাংলায় কথা বলায় পশ্চিমবঙ্গের বাসিন্দাদের একাংশকে বাংলাদেশি তকমা দিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে!

রবিবার তৃণমূল দাবি করেছে, দিল্লি পুলিশ বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে অপমান করেছে!

এই নিয়ে গর্জে উঠেছেন যা ঘিরে উত্তাল ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য়নীতি! ভোটের আগে এই ইস্যুকে পুঁজি করে বিজেপির বিরুদ্ধে মাঠে নেমেছে পশ্চিমবঙ্গের তৃণমূল।

বাংলা ভাষায় যারা কথা বলে তারা কী অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে? সমাজমাধ্যমে এ নিয়ে গত কয়েকদিন ধরে লাগাতার সরব তৃণমূলের রাজনীতিবিদরা।

আর এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের তারকা অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

সদ্য একটি অনুষ্ঠানে বাংলা ভাষা বিতর্ক নিয়ে কথা বলতে গিয়ে প্রসেনজিৎ বলেন, “ভাষা নিয়ে অনেক কথা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়েছেন। আমি বলতে পারি, বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। তার জন্য যে কোনও লড়াই করতে হয়, আমরা করব।”

Scroll to Top