এই ম্যাচে হারলে এশিয়া কাপ থেকে শূন্য হাতে ফিরতে হবে বাংলাদেশকে। জিতলেও গ্রুপপর্বের শেষ ম্যাচ পর্যন্ত করতে হবে অপেক্ষা। শ্রীলঙ্কার কাছে প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে যাওয়ায় কঠিন চ্যালেঞ্জের মুখে সাকিব আল হাসানে দল। রান রেটে পিছিয়ে থাকা বড় শঙ্কার কারণ।
রোববার পাকিস্তানের লাহোরে আফগানদের বিপক্ষে লড়াইয়ে নামবে টিম টাইগার্স। খেলা শুরু বেলা সাড়ে ৩টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি।
বাংলাদেশকে হারাতে পারলেই আফগানিস্তান উঠে যাবে সুপার ফোরে। এশিয়া কাপে তিনবারের ফাইনালিস্ট লাল-সবুজের দলকে পাকিস্তান থেকেই ফিরে আসতে হবে।
লঙ্কানদের বিপক্ষে ম্যাচটি হয়েছিল পাল্লেকেলেতে। আফগানদের বিপক্ষে ম্যাচটি আবার এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তানে। গাদ্দাফি স্টেডিয়ামে সাকিব-মুশফিকরা টিকে থাকার লড়াইয়ে নামবে।
শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং ডুবিয়েছে বাংলাদেশকে। রশিদ খানদের বিপক্ষেও ভয় আছে ব্যাটিং নিয়ে। ওপেনিংয়ে অনভিজ্ঞতার চিত্র ফুঁটে উঠেছিল নাঈম শেখ ও অভিষিক্ত তানজিদ হাসান তামিমের ব্যাটে। পঞ্চাশের কাছাকাছি ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকা ওপেনার এনামুল হক বিজয়কে তাই দেখা যেতে পারে একাদশে।
আগের ম্যাচে নাজুমল হোসেন শান্ত ৮৯ রান করলেও বাংলাদেশের সংগ্রহ ছিল মোটে ১৬৪ রান। দলের আর দুজন মাত্র দুই অঙ্ক পেরোতে পারেন। বাকিরা আসা-যাওয়ার মধ্যে ছিলেন।
বোলিং নিয়ে অতটা দুর্ভাবনা নেই। পেস আক্রমণে সাইড বেঞ্চে অপেক্ষায় আছেন হাসান মাহমুদ। স্পিনে সাকিব ছিলেন বেশ কিপটে। লাহোরের ব্যাটিং স্বর্গে কম রান দেয়াই বোলারদের মূল কাজ। জড়তা কাটিয়ে নিজেদের ব্যাটিংটা ঠিকঠাক করতে না পারলে রক্ষা নেই বাংলাদেশের!
ওয়ানডেতে মুখোমুখি দেখায় ১৪ ম্যাচে আফগানিস্তানকে ৮ বার হারিয়েছে বাংলাদেশ। এ বছরের জুলাইয়ে চট্টগ্রামে তিন ম্যাচের সিরিজে ২-১ এ আফগানদের কাছে স্বাগতিকরা হারে।