বর্ষীয়ান সাংবাদিক ও নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকায় আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
আলমগীর মহিউদ্দিন দীর্ঘদিন ধরে নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
তার মৃত্যুতে পরিবার, সহকর্মী, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।