বরেণ্য অভিনেতা আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি

বরেণ্য অভিনেতা আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি

বরেণ্য অভিনেতা আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি

আফজাল হোসেন। ফাইল ছবি।

দেশবরেণ্য অভিনেতা-নির্মাতা আফজাল হোসেনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন ভালো বোধ করছেন বলে যমুনা টেলিভিশনকে জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান।

মঙ্গলবার বিকালে যমুনা টেলিভিশনকে রওনক হাসান জানান, প্রখ্যাত অভিনেতা আফজাল হোসেনকে ঠান্ডাজনিত অসুস্থতার কারণে গতকাল স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক্সট্রা কেয়ারের জন্য উনাকে সিসিইউতে রাখা হয়েছে। তার সাথে শিল্পী সংঘ যোগাযোগ রাখছে। চিকিৎসকরা জানিয়েছেন, দু-তিন দিনের মধ্যে তার অবস্থা স্বাভাবিক হবে।

সোমবার নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এই খ্যাতিমান অভিনেতা ও নির্মাতা। তার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল বলে জানা গেছে। বাড়তি পরিচর্যার জন্য তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়।

জানা গেছে, ‘বাবা, সামওয়ান ফলোয়িং মি’ নামের একটি ওয়েব ফিল্মের শুটিংয়ে অংশ নেয়ার কথা ছিল এই বরেণ্য অভিনেতার। ওয়েব ফিল্মটি নির্মাণ করছেন শিহাব শাহীন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। 

Scroll to Top