ধর্ষণের ওই ঘটনা জানাজানি হওয়ার পর এ নিয়ে কঠোর সমালোচনা করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং দিল্লির শাসক দল আম আদমি পার্টি (এএপি)। তারা অভিযোগ করে আসছিল, অভিযুক্ত কর্মকর্তাকে এখনো গ্রেপ্তার করতে না পারা এ ঘটনার সবচেয়ে বড় ব্যর্থতা।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর দল এমন অভিযোগ তোলার পর প্রেমোদয় খাকা নামের ওই কর্মকর্তাকে হেফাজতে নিল পুলিশ। তিনি দিল্লির নারী ও শিশু উন্নয়ন বিভাগে কর্মরত ছিলেন।
আম আদমি পার্টির নেতা সৌরভ ভারদোয়াজ বলেন, ওই কর্মকর্তা জঘন্য এক অপরাধ করেছেন। তাঁর স্ত্রীও জড়িত ছিলেন। এ ঘটনা সমাজকে নাড়া দিয়েছে। দ্রুত পদক্ষেপ নিতে হবে।