বছরের প্রথম জয়ের স্বাদ পেল ম্যান সিটি – Allrounder BD

বছরের প্রথম জয়ের স্বাদ পেল ম্যান সিটি – Allrounder BD

বছরের প্রথম জয়ের স্বাদ পেল ম্যান সিটি – Allrounder BD

সব প্রতিযোগিতা মিলিয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে সবশেষ তিন দেখায় সবকটিই হেরেছে চেলসি। ঘরের মাঠেও সেটি বদলাতে পারলো না তারা। যার ফলে চেলসিকে হারিয়ে বছরের প্রথম জয় স্বাদ পেল পেপ গার্দিওলার শিষ্যরা। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ (শুক্রবার) বদলি নামা রিয়াদ মাহরেজের গোলে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

চেলসির মাঠে প্রথমার্ধে নিষ্প্রভ ছিল গার্দিওলার দল। তবে দ্বিতীয়ার্ধে পাল্টে যায় ম্যাচের দৃশ্য । একের পর এক আক্রমণে ব্যস্ত করে তোলে চেলসির রক্ষণ। ৫০তম মিনিটে নাথান একের দারুণ হেডে করা দারুণ এক প্রচেষ্টা পোস্টে লেগে বিফল হয়। পরের মিনিটে কেভিন ডি ব্রুইনার শট ঝাঁপিয়ে প্রতিহত করেন চেলসি গোলরক্ষক। তবে ৬৩ মিনিটে আর রক্ষা পায়নি চেলসি, গ্রিলিশের বাড়ানো বল সরাসরি জালে পাঠিয়ে দেন মাহারেজ।

এই জয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে এনেছে গার্দিওলার দল। ১৭ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৪৪, সিটির ৩৯।

Scroll to Top