সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখির কারণে ১২ জন সরকারি কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই কর্মকর্তারা বিসিএসের বিভিন্ন ব্যাচের প্রশাসন ব্যতীত ২৫টি ক্যাডারের কর্মকর্তা। অন্যদিকে আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যে সকল সাময়িক বরখাস্তের আদেশ ও বিভাগীয় মামলা প্রত্যাহার করা না হলে ২ মার্চ পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
পরিষদের সমন্বয়ক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছেন, একই ধরনের কাজ প্রশাসন ক্যাডারের সদস্যরা করলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের কার্যকর উদ্যোগ না নিলে এবং দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে এই আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
উপ-সচিব পদে কোটা পদ্ধতি বাতিল, পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।