ফারুকের মনোনয়ন বাতিল করল জাতীয় ক্রীড়া পরিষদ | চ্যানেল আই অনলাইন

ফারুকের মনোনয়ন বাতিল করল জাতীয় ক্রীড়া পরিষদ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আগস্ট পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালক হন ফারুক আহমেদ। পরে পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন। বছর না হতেই তার উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবি পরিচালক হিসেবে তার মনোনয়ন বাতিল করে দিল সরকারি সংস্থাটি।

বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে ফারুকের মনোনয়ন বাতিল করার খবর জানায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ফারুকের প্রতি ৮ পরিচালকের অনাস্থা ও বিপিএল নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের তদন্ত প্রতিবেদন কারণ হিসেবে দেখানো হয়েছে । পরিচালকের পদে মনোনয়ন বাতিল হওয়ায় বিসিবি সভাপতি হওয়ার প্রধান শর্ত হারিয়ে ফেললেন ফারুক আহমেদ।

বুধবার রাতে যু‌ব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেন ফারুক। সেখানে তাকে জানানো হয় বিসিবির শীর্ষ পদে পরিবর্তন আনতে চায় সরকার। বৈঠকে ফারুককে পরবর্তী পদক্ষেপের বিষয়ে জানানো হয়। তবে ফারুক জানান, তিনি পদত্যাগ করবেন না। এরপরই রাতে তার মনোনয়ন বাতিল করে ক্রীড়া পরিষদ।

জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ফারুক আহমেদের বিপক্ষে ৮ জন পরিচালক অনাস্থা প্রস্তাব দাখিল করায় এবং বিপিএল সংক্রান্তে গঠিত সত্যানুসন্ধান কমিটির প্রতিবেদন পর্যালোচনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যক্রম স্বাভাবিক রাখার প্রয়োজনে তাকে পূর্বে দেয়া মনোনয়ন বাতিল করা হল।’

নতুন সভাপতি হিসেবে আলোচনায় আমিনুল ইসলাম বুলবুলের নাম। ফারুকের জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদের মনোয়নে সাবেক এই ক্রিকেটার পরিচালক হবেন বলে ধারণা করা হচ্ছে। এজন্য অবশ্য কাউন্সিলর হওয়ার বাধ্যবাধকতাও আছে। ফারুক আহমেদ বিসিবির কাউন্সিলর ছিলেন আগে থেকেই। এবার আমিনুলের সেই শর্তও পূরণ করা হয়েছে। বিসিবির গত নির্বাচনে থাকা এক কাউন্সিলরের পরিবর্তে বৃহস্পতিবারই আমিনুলকে কাউন্সিলর করে নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, জাতীয় ক্রীড়া পরিষদ কাউন্সিলর মনোনয়ন দিতে পারে পাঁচ জন। তবে কাউন্সিলর পরিবর্তন করতে হলে সেটি বিসিবির সভায় অনুমোদন পেতে হয়। সেই আনুষ্ঠানিকতার বিষয়টি বাকি কেবল আমিনুলের ক্ষেত্রে।

গতবছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম বোর্ড পরিচালক হন। ২১ আগস্ট পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক। সরকার চাইলেও সরাসরি ফারুককে সভাপতির দায়িত্ব থেকে সরাতে পারবে না। কেননা বোর্ডে সরকারী হস্তক্ষেপের প্রমাণ পেলে আইসিসির নিষেধাজ্ঞার মুখোমুখি হবে বিসিবি। কেউ নিজ থেকে দায়িত্বে ছাড়লে অবশ্য সমস্যা নেই। তবে ফারুককে সরাসরি হস্তক্ষেপে সরিয়ে দেয়ার বিষয়টি আইসিসি কিভাবে দেখবে সেটাই দেখার বিষয়।

Scroll to Top