এশিয়া কাপে শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। সঠিক সময়ে টস হলেও বৃষ্টির কারণে মাঠে গড়াতে পারেনি খেলা। টসের কিছু সময়ের মধ্যেই শুরু হয় গুঁড়িগুঁড়ি বৃষ্টি।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা ছিল মাঠের লড়াই। বৃষ্টিতে ম্যাচে দেরি হলে বা দিনের খেলা পরিত্যক্ত হলে গড়াবে রিজার্ভ ডে’তে।
ফাইনালের আগে চোট নিয়ে শঙ্কায় ছিল দুদলই। অক্ষর প্যাটেলের জায়গায় ভারতের হয়ে খেলছেন ওয়াশিংটন সুন্দর। লঙ্কানদের একাদশে মহেশ থিকশানার জায়গায় দুশান হেমন্ত।
ভারতের মাটিতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের আগে একই ফরম্যাটে হওয়া এবারের এশিয়া কাপে ‘আন্ডারডগ’ হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিল শ্রীলঙ্কা। চোটের কারণে বেশ কয়েকজন তারকা খেলোয়াড় ছাড়া আসরে নামে। সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে অলিখিত সেমিফাইনালে জিতে ফাইনালে পা রাখে লঙ্কান দল।
অন্যদিকে, পুরো টুর্নামেন্টে দুর্দান্ত খেলে সবার আগে ফাইনালের টিকিট কাটে ভারত। শেষ চারে নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের কাছে হেরে ফাইনাল খেলতে নামছে রোহিত শর্মার দল।