ফাইনাল খেলার স্বপ্নকে ‘বোকামি’ মনে হয় নাজমুলের

ফাইনাল খেলার স্বপ্নকে ‘বোকামি’ মনে হয় নাজমুলের

এমন প্রশ্নের উত্তরে বাস্তবের জমিনেই রইলেন নাজমুল। জানিয়ে দিলেন এখনই এমন চিন্তা–ভাবনা শুরু করলে সেটি বোকামি ছাড়া আর কিছু হবে না, ‘এটা তো অনেক অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি আমি এখনই চিন্তা করি, তাহলে আমার মনে হয় বোকামি হবে। অল্প অল্প করে যদি এগোতে পারি তাহলে ভালো। কারণ, আপনি যদি দেখেন, আমরা যখন শুরু করেছিলাম, এর আগের চক্রে আমরা একটা ম্যাচ জিতেছিলাম, গত চক্রে আমরা চারটা ম্যাচ জিতেছি। আমাদের একটু উন্নতি হয়েছে। লক্ষ্য থাকবে যে এই চক্রে কীভাবে আরও একটা-দুইটা ম্যাচ বেশি জিততে পারি।’

এখনই ভাবতে না চাইলেও কোনো একদিন ফাইনাল খেলার স্বপ্ন যে দেখেন সেটি জানিয়ে দিলেন নাজমুল, ‘এভাবে অল্প অল্প করে যদি এগোতে পারি, একটা সময় হয়তো বাংলাদেশ দল ফাইনাল খেলবে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পরের দুই বছরের মধ্যে গত চক্রের চেয়ে কীভাবে ভালো ফল করা যায়।’

Scroll to Top