প্রেমের পথ আলাদা হলেও একসঙ্গে শাকিব-বুবলী! | বিনোদন

প্রেমের পথ আলাদা হলেও একসঙ্গে শাকিব-বুবলী! | বিনোদন

<![CDATA[

চিত্রনায়িকা শবনম বুবলীর একটি পোস্ট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই মিডিয়ায় শাকিব-বুবলী জুটি রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ, সন্তানের মুখ প্রকাশ্যে আনার পর আজ একসঙ্গে শুটিংয়ের সেটে অভিনয় করবেন এই আলোচিত তারকা জুটি।

তাদের প্রেমকাহিনিকে এখন ‘টক অব দ্য টাউন’-ই বলা যায়। দর্শকদের মধ্যে তাদের নিয়ে নানা জল্পনাকল্পনার মাঝেই আবারও ঘি ঢিলে দিচ্ছেন চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা শবনম বুবলী।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুজনই অভিন্ন ভাষায় ভক্তদের জানিয়েছেন নিজেদের সন্তানের খবর। তাদের এত দিনের লুকিয়ে রাখা সন্তানের ছবি প্রকাশও করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপরই গুঞ্জন ওঠে সন্তানের খবর প্রকাশ্যে আনলেও এখন আর একসঙ্গে নেই শাকিব-বুবলী।

আরও পড়ুন: শাকিব বুবলীর বাসার সামনে কৌতূহলী জনতার ভিড়!

এই দুই আলোচিত জুটিকে নিয়ে মিডিয়ায় অনেক আগেই প্রেমের গুঞ্জন ছিল। বুবলীর আমেরিকায় পাড়ি দেয়ার খবর এ গুঞ্জনের আরও ডালপালা ছড়ায়। তবে তাদের জীবনের প্রেমের গতিপথ অনেক আগেই নাকি আলাদা হয়ে গেছে।

তবে জীবনে প্রেমের পথ আলাদা হলেও পেশাগত জীবনের পথ এখনও একই। আজ ঢাকাই সিনেমার এই আলোচিত জুটিকে ফের একসঙ্গে দেখতে পাবে দর্শক।

‘লিডার : আমিই বাংলাদেশ’ সিনেমার রোমান্টিক একটি গানের শুটে অংশ নেবেন এই আলোচিত জুটি। তপু খান পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। 

 

]]>

Scroll to Top