প্রস্তুতি ম্যাচ ছাড়াই বিশ্বকাপে নামছে ভারত

প্রস্তুতি ম্যাচ ছাড়াই বিশ্বকাপে নামছে ভারত
প্রস্তুতি ম্যাচ ছাড়াই বিশ্বকাপে নামছে ভারত

অন্যান্য দলের জন্য কিছুটা ‘ম্যাচ-প্রস্তুতি’ হলেও, ভারতের জন্য কিছুই হলো না। বিশ্বকাপের মূল পর্ব শুরু করার আগে প্রতিটি দল দুইটি করে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল। প্রস্তুতি ম্যাচের পর্ব আজই শেষ হচ্ছে। কিন্তু বিশ্বকাপের স্বাগতিক দেশ যে একটি ম্যাচেও মাঠে নামতে পারে নি বৃষ্টির কারণে!

ব্যাপারটা দুঃখজনক তো বটেই। প্রস্তুতি ম্যাচগুলিতে প্রতিটি দলই নিজেদের পরখ করে নিয়েছে। পাশাপাশি ভারতের মাটিতে কেমন হতে যাচ্ছে এবারের বিশ্বকাপ, সে ব্যাপারেও কিছুটা ধারণা হয়েছে। ভারতের জন্য মাটি পরিচিত হলেও, বিশ্বকাপের আগে দুইটি প্রস্তুতি ম্যাচের একটিও খেলা হলো না তাঁদের।

প্রথম ম্যাচ ছিল ইংল্যান্ডের বিপক্ষে গৌহাটিতে, পরের ম্যাচ (আজ) নেদারল্যান্ডসের বিপক্ষে তিরুবনন্তপুরমে। এরমধ্যে ৬ হাজার কিলোমিটারের ভ্রমণ। ফলাফল একেবারেই শূন্য। দুইটি ম্যাচের একটিও বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি।

ভারতের সাথে সাথে নেদারল্যান্ডসের প্রস্তুতিতেও কিছুটা কমতি থেকে গেল। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ব্যাটিং-ফিল্ডিং মিলে ৩৭.২ ওভার মাঠে থাকা হয়েছে। আর ভারতের বিপক্ষে আজ তো ভেসেই গেল ম্যাচ।

বাকি দলগুলি মোটামুটি তাঁদের ম্যাচ-প্রস্তুতি অনেকটা সম্পন্ন করেছে। ভারত অবশ্য ঘরের মাটিতে সদ্যই সিরিজ খেলেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। যেখানে দলটির ভালো প্রস্তুতি হয়েছে বলতেই হয়। টপ-অর্ডার, মিডল-অর্ডারে সব আশাব্যঞ্জক ব্যাটিং ভারতকে নির্ভার রেখেছে, সন্দেহ নেই।

ভারত এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদারের একটি। ঘরের মাটিতে টুর্নামেন্ট, পাশাপাশি দলের ব্যাটিং-বোলিং থেকে শুরু করে প্রতিটি জায়গায় ইতিবাচকতার ছাপ। কোনোরকম প্রস্তুতি ম্যাচ ছাড়া আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত।

Scroll to Top