প্রয়োজন হলে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় নিহতদের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ (১৯ জুলাই) শনিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যদি প্রয়োজন হয়, তাহলে নিহতদের মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় নিহতদের ময়নাতদন্ত না করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন মহলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা।
তিনি আরও জানান, সরকার কোনো ধরনের অনিয়ম বা গোপনীয়তা প্রশ্রয় দেবে না। আমরা সব তথ্য খতিয়ে দেখছি। ময়নাতদন্ত ছাড়াও যদি তদন্তের স্বার্থে অন্য কোনো পদক্ষেপের প্রয়োজন হয়, তাও নেওয়া হবে।
এসময় তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব এবং নিরপেক্ষতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।