নগরের প্রবীণ নাগরিকদের জীবনে ছাদকৃষি হয়ে উঠছে শান্তি ও স্বস্তির ঠিকানা। সময় কাটানোর পাশাপাশি তাদের মানসিক প্রশান্তিরও আশ্রয়স্থল হয়ে উঠছে ছাদকৃষি। মহাখালীর ডিওএইচএস-এ এমনই এক দৃষ্টান্ত গড়েছেন মমতাজ জামান।