‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা’ নিয়ে কেন্দ্রের নিশানায় রাজ্য, ‘বড়’ ঘোষণা!  

‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা’ নিয়ে কেন্দ্রের নিশানায় রাজ্য, ‘বড়’ ঘোষণা!  

কলকাতা : বিশ্বকর্মা পুজো উপলক্ষে সমাজের বিভিন্ন স্তরের কারিগরদের জন্য নয়া প্রকল্প চালু করেছে কেন্দ্রীয় সরকার। অতিক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রকের অধীনে শুরু হতে চলেছে কেন্দ্রীয় প্রকল্প ‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা’।

এই যোজনার আওতায় প্রথম ধাপে ১ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে। এর সুদের হার হবে সর্বোচ্চ ৫ শতাংশ। এর পরে, দ্বিতীয় পর্যায়ে, যোগ্য কর্মীদের প্রত্যেককে ২ লক্ষ টাকা ছাড় দেওয়া হবে। এছাড়াও যারা সঠিক সময়ে ঋণ পরিশোধ করবেন তাদের পরবর্তীতে ঋণ দেওয়ার ক্ষেত্রে অধিক সুযোগ-সুবিধা দেবার পরিকল্পনাও রয়েছে এই যোজনায়। এছাড়া এই কারিগরদের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা সার্টিফিকেট ও পরিচয়পত্রও দেওয়া হবে।

আরও পড়ুন: জন্মদিনেই দেশবাসীকে বিরাট ‘উপহার’ মোদির! ‘বিশ্বকর্মা স্কিম’ চালু প্রধানমন্ত্রীর! টাকা পাবেন কারা? জানুন রেজিস্ট্রেশনের নিয়ম

এই প্রকল্প উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী আরও ঘোষণা করেন যে আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য ১৫,০০০ টাকা সহায়তাও দেওয়া হবে। তবে কারিগরদের সঠিক জায়গা থেকে জিএসটি দিয়ে যন্ত্রপাতি কেনার কথা বলেন প্রধানমন্ত্রী। এছাড়াও যে যন্ত্রপাতি তাঁরা কিনবেন তা যেন ‘মেক ইন ইন্ডিয়া’ হয়, সেটা দেখে কিনতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ছুটির তালিকায় ‘রবিবার’, ক্যালেন্ডারে ‘সোমবার’! রাজ্যে বিশ্বকর্মা পুজার ছুটি কবে?

নয়াদিল্লিতে এই অনুষ্ঠান চলার সময় গোটা দেশজুড়ে বিভিন্ন জায়গায় ভার্চুয়ালি যোগদান করেছিলেন সমাজের বিভিন্ন স্তরের কারিগরেরা। কলকাতা সংলগ্ন নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে এইরকম যে আয়োজন করা হয়েছিল তার নেতৃত্বে ছিলেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী রাজকুমার সিং।

‘প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা’ নিয়ে কেন্দ্রের নিশানায় রাজ্য, ‘বড়’ ঘোষণা!  

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী আরও একবার কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে তোপ দাগেন। এই ধরনের প্রকল্পকে একেবারে তৃণমূল স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকারের সদর্থক ভূমিকা গ্রহণ করা প্রয়োজন বলে জানান তিনি। তবে মুখ্যমন্ত্রী মুখ্য সচিব-সহ রাজ্যের বিভিন্ন দফতরের মন্ত্রীদের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য আমন্ত্রণ জানানো হলেও তারা আসেননি বলেই দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী। তিনি আরও বলেন রাজ্য সরকার না চাইলেও এই প্রকল্প এরাজ্যে চালাবে কেন্দ্রীয় সরকার।

প্রকল্পের পুরো টাকা কেন্দ্রীয় সরকার বহন করবে। সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক একাউন্টে পৌঁছে যাবে টাকা। কেন্দ্রীয় প্রকল্প নিয়ে রাজ্যের আর্থিক টালবাহানা রুখতেই এই পদক্ষেপ করবে কেন্দ্র বলে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর। ১০০ দিনের কাজ-সহ একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ আটকে থাকার অভিযোগ করে এসেছে রাজ্য। নয়া প্রকল্পের উদ্বোধনে কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য আদতে সেই আগুনেই ঘি ঢালল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Published by:Sanjukta Sarkar

First published:

Tags: Vishwakarma Puja 2023, Vishwakarma Yojana

Scroll to Top