পেনাল্টি গোলে জিতে যে ইতিহাস গড়ল রিয়াল মাদ্রিদ

পেনাল্টি গোলে জিতে যে ইতিহাস গড়ল রিয়াল মাদ্রিদ

পেনাল্টি গোলে জিতে মৌসুম শুরু করেও অবশ্য আনন্দিত রিয়াল কোচ জাবি আলোনসো। বিশেষ করে দলে আসা নতুন খেলোয়াড়দের নিয়ে বেশ আশাবাদী তিনি, ‘নতুন খেলোয়াড়েরা দারুণ ছিল। সবাই নিজের জায়গায় ঠিকভাবে মানিয়ে নিয়েছে। এরা এমন খেলোয়াড় যাদের আমরা আরও অনেক বছর এখানে দেখব। বার্নাব্যুতে খেলা কিংবা রিয়ালের জার্সি কারও জন্যই চাপ হয়ে ওঠেনি।’

কদিন মাত্র ১৮তম জন্মদিন উদ্‌যাপন করেছেন আর্জেন্টাইন তরুণ ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। আর গতকাল রাতে রিয়ালের জার্সিতে অভিষেক হলো তাঁর। এই আর্জেন্টাইনকে নিয়ে আলোনসো বলেছেন, ‘তাকে দারুণ মনে হচ্ছিল। আমি ভেবেছিলাম, সে অবদান রাখতে পারবে। কয়েক মিনিট খেলেও ভালো প্রভাব ফেলেছে সে। দলেও তার খেলার ছাপ ছিল।’

Scroll to Top