পেট্রোল পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক রাখার ঘোষণা মালিক সমিতির

পেট্রোল পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক রাখার ঘোষণা মালিক সমিতির
Nagod
KSRM

দাবি বাস্তবায়নের আশ্বাসে পেট্রোল পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক রাখার ঘোষণা দিয়েছে পেট্রোল পাম্প মালিক সমিতি।

শনিবার সন্ধায় এক প্রেস বিজ্ঞপ্তিতে মালিক সমিতি এ তথ্য জানায়।

Bkash July

বিজ্ঞপ্তিতে বলা হয়, দাবির প্রেক্ষিতে গত ২৯ আগস্ট জ্বালানি প্রতিমন্ত্রীর সাথে আয়োজিত সভায় আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাস দেয়া হয়।

ফলে উক্ত সময়ে সকল ডিপো থেকে তেল উত্তোলন ও পাম্পে সরবরাহ স্বাভাবিক থাকবে।

Reneta June

এরআগে সকালে পেট্রোল পাম্প মালিক সমিতির নেতারা জানান, জ্বালানী তেল বিক্রিতে কমিশন বৃদ্ধিসহ ৩ দফা দাবি দফা দাবি পূরণে ৩১ আগস্ট পর্যন্ত সরকারকে সময় বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু এই সময় পার হয়ে গেলেও এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়া হয়নি।

তাই আগামী ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেন নেতারা।

I Screen Ami k Tumi
Scroll to Top