পেঁয়াজের দাম যেসব কারণে বাড়ছে

পেঁয়াজের দাম যেসব কারণে বাড়ছে

বৈরি আবহাওয়া, আমদানি বন্ধ আর সরবরাহ কম—এই তিন কারণে বাড়ছে পেঁয়াজের দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা বা ২৪ শতাংশ পর্যন্ত। চড়া দামে ভোগান্তিতে পড়ছেন ক্রেতারা। বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকির দাবি ভোক্তাদের।

পেঁয়াজের দাম যেসব কারণে বাড়ছেপেঁয়াজের দাম যেসব কারণে বাড়ছে

রাজধানীর কারওয়ান বাজারসহ বেশিরভাগ বাজারে পেঁয়াজের কোনো সংকট নেই। কিন্তু কিনতে হচ্ছে চড়া দামে। প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা দরে। খুচরা বাজারে তা ৮০ টাকা।

খুচরা বিক্রেতাদের দাবি, পাবনা-ফরিদপুরসহ অন্যান্য উৎপাদন এলাকা থেকেই বেশি দামে পেঁয়াজ কিনতে হচ্ছে। তাই কমে বিক্রি সম্ভব হচ্ছে না। বাধ্য হয়েই প্রয়োজনের চেয়ে কম কিনছেন ক্রেতারা।

দেশের পেঁয়াজের বেশি আবাদ হয় পাবনা অঞ্চলে। সেখানকার আড়তদাররা বলছেন, ভারত থেকে আমদানি বন্ধ অনেকদিন। বাজারে এখন যেসব পেঁয়াজ বেচাকেনা হয়, তার সবই দেশি। গত বছর ভালো দাম পাওয়ায় এবার বেশি লাভের আশায় কৃষক সরবরাহ কমিয়ে দিয়েছেন।

পেঁয়াজের বাড়তি দামের কারণ অনুসন্ধানে বাজার তদারকিতে নেমেছে ভোক্তা অধিদপ্তর। কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে কারসাজির প্রমাণ না মিললেও অভিযান চলমান থাকবে।

ভোক্তা অধিদপ্তরের উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, ‘এখানে আমরা তাদের বলেছি যে আপনারা ক্যাশ মেমো রাখবেন। ক্রয়-বিক্রয়ের যে ট্রান্সপারেন্সি, সেই ডকুমেন্টগুলো যেন থাকে। অন্য যে সব নিয়ম-কানুন আছে, যেমন মূল্যতালিকা যেন থাকে। দাম বৃদ্ধির কারণ হিসেবে আমরা যেটা বুঝতে পারছি, হাটে কৃষকরাই এ দামে পেঁয়াজ বিক্রি করছেন। আরও বেশি দাম পাওয়ার আশায় কৃষক হয়তো সরবরাহ কমিয়ে দিয়েছেন।’

নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে হবে : তারেক রহমান

বাজার নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলেও জানায় ভোক্তা অধিদপ্তর।

Scroll to Top