বুধবার ফেরার কথা থাকলেও মহাকাশে প্রায় নয় মাস ধরে আটকে থাকা নাসার দুই মহাকাশচারী- বুচ উইলমোর এবং ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস মঙ্গলবারই পৃথিবীতে ফিরে আসছেন। স্পেসএক্সের রকেটে করে তাদের এই প্রত্যাবর্তন অভিযানটি সরাসরি সম্প্রচার করছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা।
আজ (১৮ মার্চ) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, উভয় মহাকাশচারীই ১৮ মার্চ, মঙ্গলবার পৃথিবীতে ফিরে আসবেন। আবহাওয়ার কথা মাথায় রেখে, পূর্ব নির্ধারিত সময়সূচি কিছুটা বদল করা হয়েছে। মহাকাশচারীদের পৃথিবীতে ফিরে আসার সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে বলে নাসা এক বিবৃতিতে জানিয়েছে।
নাসার কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রত্যাবর্তন অভিযান সফল করার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই সময়, আবহাওয়ার পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে স্পেসএক্স ক্রু-৯-এ চড়ে মহাকাশচারীদের পৃথিবীতে প্রত্যাবর্তনের সরাসরি সম্প্রচার করবে নাসা।
ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স ক্রু-৯ সুনিতা এবং বুচের পাশাপাশি মহাকাশচারী নিক হেগ এবং অলেকজান্ডার গরবুনভকেও পৃথিবীতে ফিরিয়ে আনবে। তারা উঠেও পড়েছেন পৃথিবীতে ফেরার মহাকাশযানে। মহাকাশযানটিকে এই মুহূর্তে আলাদা করা হচ্ছে। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।
আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে আলাদা হওয়ার পর ধীরে ধীরে কক্ষপথ ছেড়ে পৃথিবীর দিকে নামবে ক্রু-৯ মহাকাশযানটি। মহাকাশযানটি এখন পৃথিবীতে ফিরে আসার জন্য তার ১৭ ঘন্টার যাত্রা শুরু করবে। পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে ধীরে ধীরে নেমে আসবে। ফ্লোরিডা উপকূলে অবতরণ করবে এটি।
ইতিমধ্যে, সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর স্পেসএক্সের সিইও ইলন মাস্ক এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।