এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ২ নম্বর সেক্টরে লেক থেকে সুজানা নামের এক তরুণীর লাশ উদ্ধারের ১৫ ঘণ্টা পর তার সাথে একই মোটরসাইকেলে থাকা শাইনুর রশিদ কাব্য (১৬) নামে আরেক কিশোরের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত শাহিনুর রশিদ কাব্য কাফরুল থানার কচুক্ষেত বউ বাজার এলাকার হারুনুর রশিদের ছেলে ছিলেন। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে তার পরিবারের লোকজন ফায়ার সার্ভিসের ডুবুরি ও পুলিশের সহযোগিতায় সেতুর নিচে লেকের পানিতে মোটরসাইকলের তল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জেলা পুলিশ সুপার জানান, রূপগঞ্জে পূর্বাচলে কলেজ ছাত্রী সুজানা ও তার বন্ধু ঢাকার আদমজী ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষার্থী কাব্য মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
