পুত্রবধূসহ ৫ মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া | চ্যানেল আই অনলাইন

পুত্রবধূসহ ৫ মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া | চ্যানেল আই অনলাইন

প্রায় চার মাস পর আগামী ৫ মে দেশে ফিরতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুই পুত্রবধূসহ ৪ মে লন্ডন থেকে তার রওনা দেবার কথা রয়েছে।

বৃহস্পতিবার (১ মে) বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এবং দলটির স্থায়ী কমিটির সদস্য এবিএম জাহিদ হোসেন একথা জানান।

তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং ছোটো ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা সৈয়দা শর্মিলা রহমান এবং তিনি নিজেও দেশে ফিরবেন।

জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের চূড়ান্ত পরীক্ষাগুলো হচ্ছে এবং শুক্রবারের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। শারীরিক দিক থেকে বেগম জিয়া অনেক ভালো আছেন বলেও জানান তিনি।

এর আগে এ বছরের ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে দেশ ছেড়ে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছান তিনি।

৭৯ বছর বয়স্ক বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি সমস্যা, হৃদ্‌রোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সেখানে তাকে দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয়।

Scroll to Top