পুতিন কি তাঁর মুখরক্ষার কৌশল সামনে আনতে শুরু করেছেন?

পুতিন কি তাঁর মুখরক্ষার কৌশল সামনে আনতে শুরু করেছেন?

এই ভোট যদি কোনো বিষয়ে ইঙ্গিত হয়, তাহলে বলা যায় বিশ্বমঞ্চে এখন রাশিয়ার চারটি বন্ধুদেশ। উত্তর কোরিয়া, সিরিয়া, বেলারুশ ও নিকারাগুয়া। গত ৩০ সেপ্টেম্বর ইউক্রেনের চারটি অঞ্চল অন্তর্ভুক্ত করার ঘোষণাকালে পুতিন বলেছিলেন, উপনিবেশবাদের বিরুদ্ধে তিনি লড়াই করছেন। তাঁর এই বক্তব্য যে কাউকে প্রাণিত করতে পারেনি, তা এই ভোটের ফলাফল থেকেই স্পষ্টত।

ভোটদানে যে দেশগুলো বিরত থেকেছে, তার মধ্যে অন্যতম চীন ও ভারত। দেশ দুটি আগেই আনুষ্ঠানিকভাবে পুতিনের যুদ্ধের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে। জ্বালানির ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দুই পরাশক্তি কাতার ও কুয়েতও ভোটদানে বিরত ছিল। দেশ দুটি ইউক্রেনের ভূখণ্ডের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে। পুতিন মধ্যপ্রাচ্যে কূটনৈতিক প্রভাব তৈরি করেছেন, এমন ধারণা এই ভোটের ফলাফলে বড় প্রশ্নের মুখে পড়ে।

কমনওয়েলথ ও নিরপেক্ষ কয়েকটি দেশ ছাড়াও রাশিয়ার প্রতিবেশী দেশগুলো ভোটদানে বিরত থেকেছে। ব্যতিক্রম ছিল জর্জিয়া ও মলদোভা। দেশ দুটি রাশিয়ার বিরুদ্ধে আনা নিন্দাপ্রস্তাবের পক্ষে ভোট দেয়। অন্যদিকে বেলারুশ রাশিয়ার পক্ষে ভোট দেয়।

Scroll to Top