কয়েকদিন ধরেই আলোচনায় জিয়ানলুইজি দোন্নারুমা ও পিএসজির সম্পর্ক নিয়ে। ইতালিয়ান গোলরক্ষককে ছেড়ে দিতে চাচ্ছে ক্লাবটি। তার জায়গায় দলে নিতে চাচ্ছে লিলের গোলরক্ষক লুকাস শেভালিয়ারকে। ফরাসি জায়ান্টদের এমন সিদ্ধান্তে খুশি হতে পারেননি দোন্নারুমা।
পিএসজি চায় তাদের নতুন বেতন কাঠামো মেনে নিক দোন্নারুমা। ,তিনি ক্লাবের একমাত্র খেলোয়াড় যিনি এখনও আগের ব্যবস্থাপনায় বিশাল বেতনের চুক্তির আওতায় রয়েছেন। বর্তমান বার্ষিক বেতন ১০ মিলিয়ন ইউরো হলেও নতুন চুক্তিতে ১২ মিলিয়ন ইউরো বেতন চেয়েছিলেন দোন্নারুমা। তবে প্রস্তাব নাকচ করে দিয়েছে পিএসজি।
দোন্নারুমার সাথে এখনও ১ বছর চুক্তির মেয়াদ বাকি আছে পিএসজির। এর মাঝেই ২৩ বর্ষী ফরাসি গোলরক্ষক লুকাস শেভালিয়ারকে ৪০ মিলিয়ন ইউরোতে (বাংলাদেশি টাকায় প্রায় ৫৫৯ কোটি ৪০ লাখ) দলে নেওয়ার ব্যাপারটি প্রায় নিশ্চিত করেছে পিএসজি।
এবার পিএসজির এরকম সিদ্ধান্তে প্রকাশে অসন্তুষ্ট হয়েছেন ২৬ বর্ষী দোন্নারুমা। শেভালিয়ের ক্লাবে যোগ দিলে তাকে প্রতিদ্বন্দ্বিতা করে পিএসজির ১ নম্বর গোলরক্ষক হতে হবে। তিনি এটাও জানেন লুইস এনরিকের পরবর্তী মৌসুমের প্ল্যানে তার নাম কম থাকবে।
এখনো পর্যন্ত দোনারুম্মা তার ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। অবশ্য পিএসজিতে থাকার ইচ্ছা জানিয়েছেন। কিন্তু শেভালিয়েরের চুক্তি তার দলে থাকার বিষয় ঘোলাটে করে তুলেছে। এ গ্রীষ্ম দলবদলে দোনারুম্মাকে ছেড়ে দিতে চায় পিএসজি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিমধ্যে তাকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে।