পিএসজিকে বিদায় দোন্নারুম্মার, এনরিকে বললেন ‘আমি দায়ী’

পিএসজিকে বিদায় দোন্নারুম্মার, এনরিকে বললেন ‘আমি দায়ী’

ইনস্টাগ্রামে বিদায়ী বার্তায় দোন্নারুম্মা লিখেছেন, ‘আশা করি পার্ক দে প্রিন্সেসে শেষবারের মতো সমর্থকদের চোখে চোখ রেখে বিদায় বলতে পারব। যদি তা না-ও হয়, তবু জানাতে চাই যে আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার জন্য অমূল্য, যা আমি কখনো ভুলব না। এ আবেগ ও জাদুকরী রাতগুলো আমি নিজের মধ্যে ধরে রাখব।’

সতীর্থদের উদ্দেশে দোন্নারুম্মা আরও লিখেছেন, ‘তোমরা আমার দ্বিতীয় পরিবার। প্রতিটি লড়াই, প্রতিটি হাসি, প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ। তোমরা সব সময় আমার ভাই হয়ে থাকবে। এ ক্লাবের হয়ে খেলা এবং এ শহরে থাকাটা ছিল বিরাট সম্মানের। ধন্যবাদ, প্যারিস।’

Scroll to Top