পারলেন না আলিয়া, চেষ্টা কম করেননি

পারলেন না আলিয়া, চেষ্টা কম করেননি

‘জিগরা’ সিনেমার গল্পের শুরুটা একটু খাপছাড়া লাগলেও কাহিনি ধরতে সময় লাগে না। বেশ টান টান উত্তেজনা নিয়ে গল্প এগিয়ে যায়। হান্সি দাও নামের জায়গায় অঙ্কুরকে বন্দী করে রাখা, সত্যা অঙ্কুরের কথোপকথন, ভাইকে বাঁচাতে সত্যার মারিয়াভাব, ভাটিয়া ও মুথুর সঙ্গে সত্যার সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দররূপে। কিন্তু গল্প তার গতি হারাতে শুরু করে যখন জেলপালানোর দুটি ঘটনা একসঙ্গে ঘটতে থাকে। সত্যা; অর্থাৎ আলিয়ার চরিত্র ঠিকঠাক গড়ে ওঠার আগেই যেন যুদ্ধে ঝাঁপিয়ে পরতে বাধ্য হয় সে। হঠাৎ করে সে হয়ে ওঠে এক অতিমানবী।

Scroll to Top