‘পাকিস্তান ক্রিকেট এখন আইসিইউতে’

‘পাকিস্তান ক্রিকেট এখন আইসিইউতে’

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৫ ১৪:১৪

পাকিস্তানের ক্রিকেট নিয়ে শঙ্কায় আফ্রিদি

২৯ বছর পর দেশের মাটিতে হয়েছিল আইসিসির বড় টুর্নামেন্টে। সেই চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে স্বাগতিক পাকিস্তান। কোনো ম্যাচ না জিতেই বিদায় নেওয়া পাকিস্তান দলের ভবিষ্যৎ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। সাবেক পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি বলছেন, এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট আইসিইউতে আছে।

চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত করে পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে যায়। ৮ দলের মধ্যে ৭ম অবস্থানে থেকে বিদায় নেয় রিজওয়ানের দল। স্বাগতিক হয়েও পাকিস্তানের এমন পারফরম্যান্স মেনে নিতে পারছেন না সমর্থক ও সাবেকরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিভিন্ন সিদ্ধান্ত নিয়েও উঠেছে প্রশ্ন।

দলের এমন সংকটময় মুহূর্তে আফ্রিদি বলছেন, পাকিস্তানের ক্রিকেট ভবিষ্যৎ অন্ধকার, ‘প্রতিবার আমরা টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতি নিয়ে কথা বলি। আইসিসি ইভেন্টে আমরা বরাবরই খারাপ করছি। বিদায় নেওয়ার পর আমরা বলি সার্জারি লাগবে! বিষয়টা হচ্ছে পাকিস্তান ক্রিকেট আইসিইউতে আছে, ভুল সব সিদ্ধান্তে জন্য।’

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বাজে সিদ্ধান্তই দেশটির ক্রিকেটকে হুমকি মুখে ঠেলে দিয়েছে বলে বিশ্বাস আফ্রিদির, ‘বোর্ডের সিদ্ধান্ত ও পলিসিতে কোনো ধারাবাহিকতা নেই। বারবার অধিনায়ক পরিবর্তন, কোচ পরিবর্তন, স্কোয়াড পরিবর্তন। দিনশেষে বোর্ডের কর্মকর্তাদের কোনো জবাবদিহিতা নেই। সব খড়গ কোচ ও অধিনায়কের ওপর ঝুলতে থাকে। তাহলে আমাদের ক্রিকেট আগাবে কীভাবে?’

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি
পাকিস্তান
শহীন আফ্রিদি

Scroll to Top