ব্রাজিলিয়ান লিগে সান্তোস জার্সিতে পাঁচ মাস পর গোল পেয়েছেন নেইমার জুনিয়র। বছরের শুরুতে ক্লাবটিতে যোগ দিয়ে চোটের কারণে বেশিরভাগ সময় ছিলেন মাঠের বাইরে। ঘরের মাঠে লিগের শীর্ষ ক্লাব ফ্লেমেঙ্গোকে নেইমারের একমাত্র গোলে হারিয়েছে সান্তোস।
ফিটনেসের কথা চিন্তা করে ফ্লুমিনেন্সের সাথে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ প্রত্যাখ্যান করেছিলেন নেইমার। সান্তোসের হয়ে মৌসুমে এই প্রথম কোনো ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। ম্যাচের ৮৪ মিনিটে ডান পায়ের শটে গোল করে দলকে জেতান। সৌদি ক্লাব আল-হিলালের সাথে চুক্তি শেষে এবছর শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন তিনি। পেশীর চোটের কারণে মাঠের বাইরেই কাটাতে হয়।
৯০ মিনিট খেলার পাশাপাশি জয়সূচক গোল করে অত্যন্ত খুশি নেইমার, ‘আক্রমণ এবং রক্ষণ, উভয় দিকে আবদান রাখতে পেরে আমি খুবি খুশি। আমার মতে ফ্লেমেঙ্গো লিগের সেরা দল। এটা আমাদের জন্য একটি নতুন শুরু। আমরা ব্রাজিলের যেকোনো দলের বিপক্ষে খেলতে পারবো।’
নেইমার ২০২৩ সালে ব্রাজিল জাতীয় দলের অনুশীলনের সময় এসিএলে চোট পান। তখন বেশিভাগ সময় সৌদিতে কাটান মাঠের বাইরে। স্বরূপে ফিরে বলেছেন, ‘প্রতিটা খেলা ৯০ মিনিট খেলতে চাই। আমি ১০০ শতাংশ সুস্থ নই, একদিন একদিন করে ভালো হচ্ছে। আমি আরও ভালো সময় কাটাতে চাই, এর জন্য সময় লাগবে।’