সংসার ভাঙনের খবরে একাধিকবার সংবাদের শিরোনাম হওয়ার পর এবার চূড়ান্তভাবেই সে পথে হাঁটলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি। অভিনেতা স্বামী শরিফুল রাজকে ডিভোর্স দিয়েছেন তিনি।
গত সোমবার রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন পরী। বিষয়টি নিশ্চিত করেছেন এই নায়িকার আইনজীবী মো. শাহীনুজ্জামান। তিনি জানান, রাজের আচরণে অতিষ্ঠ হয়েই তাকে ডিভোর্স দিয়েছেন পরীমণি।
একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এই আইনজীবী বলেন, ‘নারী আসক্তি রয়েছে রাজের। হাতে নাতে ধরাও পড়েছেন তিনি কয়েকবার। এসব আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স ফাইল করেছেন পরীমণি। মুসলিম আইন অনুযায়ী তিন মাস পর এই ডিভোর্স কার্যকর হয়ে যাবে।’
তিনি আরও বলেন, ‘রাজ-পরীর দেনমোহর ছিল ১০১ টাকা। যদি তিন মাসের মধ্যে তারা নিজেরা বসে কোনো আপস-মীমাংসা না করে, তাহলে তিন মাস শেষে এই তালাক কার্যকর হবে।’
প্রসঙ্গত, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। মাত্র সাত দিনের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা।
রাজের সঙ্গে সংসার জীবনের ১০ মাসের মাথায় পরীর কোলজুড়ে আসে পুত্র সন্তান। এর এক দিন পর ছেলের ছবিসহ নাম প্রকাশ করেন পরীমণি। তিনি জানান, রাজের সঙ্গে মিল রেখে ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।
দেড় বছরের দাম্পত্য জীবনে নানা ঘটনা আলোচনায় এসেছে। গত ২০ মে পরীমণির বাসা থেকে নিজের জিনিসপত্র নিয়ে বের হয়ে আসেন রাজ। এরপর ২৯ মে রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে সুনেরাহ, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে বেশ কিছু ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও ফাঁস হয়। সেই ঘটনায় দুজনের মধ্যকার সম্পর্কে আরও দূরত্ব তৈরি হয়। সেই দূরত্বের ধারাবাহিকতায় এবার বিচ্ছেদের পথেই হাঁটলেন আলোচিত এই জুটি।
পরীমণির ডিভোর্সের কারণ রাজের ‘নারী আসক্তি’
- Tags : আসকত, করণ, ডভরসর, নর, পরমণর, রজর
Recent Posts
লঞ্চ হতে চলেছে OnePlus Ace 5 সিরিজ, জেনে নিন ডিটেইলস
December 23, 2024
মঙ্গলবার ঢাকায় ‘পণ্ডিত বিরজু মহারাজ ত্রয়োদশ কত্থক নৃত্য উৎসব’ শুরু
December 23, 2024