পঞ্চগড়ের পৃথক সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বিএসএফ কর্তৃক পুশ ইন করা নারী-শিশুসহ ১১ জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের বোদা থানায় হস্তান্তর করা হয়েছে।
শনিবার (১৭ মে) বিকেলে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (১৬ মে) গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত তাদের বাংলাদেশের পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ও
কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত এলাকায় পুশ ইন করা হয়। জানা গেছে আটক সবাই বাংলাদেশী নাগরিক।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের ১১ জনকে পঞ্চগড়ের বোদা উপজেলার মালকাডাঙ্গার ধামেরঘাট ও ডানাকাটা সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশ ইন করে। স্থানীয়রা তাদের সীমান্ত এলাকায় ঘুরতে দেখে বিজিবি ক্যাম্পে অবগত করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে।
এসময় তাদের বিজিবি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, কাজের খোঁজে ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করছিলেন তারা। গত ২ মে ভারতীয় পুলিশ তাদেরকে ভারতের বোম্বে থেকে আটক করে। ১৭ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রেখে বিমানযোগে বাংলাদেশী মোট ১২৫ জনকে শিলিগুড়ি বিমান বন্দরে পৌঁছে দেয়। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের মধ্যে ১১ জনকে পঞ্চগড়ে পুশ ইন করে।