গত বছরের বন্যা ও সম্প্রতি ভারী বর্ষণে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চলাচলের রাস্তাটি অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা রাস্তাটিতে প্রতিদিনই ঘটছে ছোটবড় দুর্ঘটনা। বিভিন্ন সময় এলাকার জনপ্রতিনিধিদের দ্বারে দ্বারে ঘুরেও সড়কটি মেরামতের কোনো আশ্বাস না পেয়ে স্থানীয়রা নিজেরাই স্বেচ্ছাশ্রমে প্রায় তিন কিলোমিটার সড়কটি মেরামত করছেন।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রাস্তা মেরামতের জন্য সরকারের দিকে তাকিয়ে থাকলে চলাচলে আমাদের কষ্ট করতে হবে। তাই বেগমগঞ্জ নাগরিক ফোরামের সভাপতি এস এম সাহাব উদ্দিনের সহযোগিতায় আমরা নিজেরা স্বেচ্ছাশ্রম দিয়ে সড়কটির ভাঙা অংশগুলো মেরামত শুরু করেছি। গত কয়েকদিন ধরে ইট, বালি এবং সিমেন্ট দিয়ে আমরা সড়কটি মেরামত করে যাচ্ছি। তবে আমরা সড়কটি স্থায়ী মেরামতের জন্য সরকারের সহযোগিতা কামনা করছি।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আবুল খায়ের মিয়া জানান, মেরামতযোগ্য সড়কগুলোর তালিকা প্রস্তুতের কাজ চলমান রয়েছে। তালিকা তৈরি হলে সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রেরণ করা হবে। বরাদ্দ আসলে কাজ শুরু করা যাবে।