নোয়াখালী, ২৬ আগস্ট – নোয়াখালীতে আদালত ভবনে স্বামীকে ছুরিকাঘাত করেছেন সুলতানা সিদ্দিকী (৩৭) নামের এক নারী। সোমবার (২৫ আগস্ট) দুপুরে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের বারান্দায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।
আহত মহসিন উদ্দিন জুয়েল (৬০) বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর গ্রামের খোনার বাড়ির বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক মাস আগে জুয়েল মহসিন উদ্দিন তার ভাই মতিউল ইসলামের বিরুদ্ধে একটি চেক ডিজ-অনারের মামলা করেন। সোমবার মামলাটির শুনানির জন্য স্ত্রী সুলতানাকে নিয়ে আদালতে আসেন জুয়েল। এ সময় আদালত ভবনের তৃতীয় তলার বারান্দায় সুলতানা সিদ্দিক হঠাৎ করে জুয়েলের গলায় ছুরিকাঘাত করেন। এ সময় উপস্থিত জনতা সুলতানাকে ধরে পুলিশে সোপর্দ করেন। পরে আহত জুয়েলকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত মহসিন উদ্দিন জুয়েল বলেন, ২০১৩ সালে আমাদের বিয়ে হয়। আমাদের পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। পারিবারিক কলহের জেরে স্ত্রী এ হামলা চালিয়েছে। তবে সে মানসিকভাবে অসুস্থ।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, জুয়েলের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। তার স্ত্রী অসুস্থ বলে তিনি নিশ্চিত করেছেন। পরে লিখিত দিয়ে তিনি তার স্ত্রীকে নিয়ে গেছেন।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৬ আগস্ট ২০২৫