নেপালে দু’টি ভূমিকম্প আঘাত হানলে কমপক্ষে ১১ জন আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভূমিধসও দেখা দিয়েছে।
রয়টার্স জানিয়েছে, দেশটির তালকোট ও চানপুরের ভূগর্ভে উৎপত্তি হওয়া দু’টি ভূমিকম্পের আঘাত হানার ব্যবধান ছিল প্রায় ৩০ মিনিট।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রমা আচার্য জানিয়েছেন, ভারতের সীমান্তবর্তী বাঝাং জেলায় ৬.৩ এবং ৫.৩ মাত্রার ভূমিকম্পের পর ভূমিধসের কারণে দক্ষিণ অঞ্চলে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে।
পুলিশ কর্মকর্তা ভারত বাহাদুর শাহ বলেন, ভূমিকম্পে সাত নারী ও চার পুরুষ আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভূমিকম্পের ফলে সৃষ্ট আরেকটি ভূমিধসে একজন নারী নিখোঁজ রয়েছেন।
জেলার শীর্ষ কর্মকর্তা নারায়ণ পান্ডে বলেছেন, জেলার চানপুরে কয়েকটি বাড়ি ধসে পড়েছে।