নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ – DesheBideshe

নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ – DesheBideshe

নেদারল্যান্ডসের বিপক্ষে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ – DesheBideshe

নয়াদিল্লি, ২৮ অক্টোবর – টানা চার হারের পর ঘুরে দাঁড়ানোর ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ের আমন্ত্রণ পেয়েছে সাকিব বাহিনী। শনিবার (২৮ অক্টোবর) কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়।

এই ম্যাচ বাংলাদেশের জন্য সেমিফাইনালে ওঠার শেষ সুযোগ। ইতোমধ্যে আসরের ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই হারের মুখ দেখা বাংলাদেশের সামনে এই ম্যাচসহ বাকি তিন ম্যাচ অঘোষিত ফাইনাল। জিতলে সুযোগ থাকবে সমীকরণের হিসেবে শেষ চারে খেলার। আর হারলেই ধরতে হবে দেশে ফেরার বিমান।

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে একাদশে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ। কাঁধের চোটের কারণে দুই ম্যাচ খেলতে পারেননি তাসকিন। নেদারল্যান্ডস ম্যাচের আগে তাকে পুরোদমে বোলিং করতে দেখা গেছে। দলে ফিরতে পারেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাদ পড়া তাওহীদ হৃদয়ও। সে হিসেবে এই ম্যাচে পাঁচ বোলার নিয়ে নামতে পারে বাংলাদেশ।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানের পাল্লা সমানে সমান। ওয়ানডেতে টিম টাইগার্স ডাচদের মুখোমুখি হয়েছে দুবার। তাতে প্রথমবার বাংলাদেশকে হারিয়ে চমক সৃষ্টি করে ডাচরা। পরেরবার অবশ্য হিসেবনিকেশ সমতায় ফেরায় বাংলাদেশ।

২০১০ সালের প্রথম দেখায় হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল মাশরাফী বিন মোর্ত্তজার দলকে। ৩০ ওভারের সেই ম্যাচে বাংলাদেশের দেয়া ১৯৯ রানের লক্ষ্যে নেমে ৬ উইকেটে জয় তুলে নেয় ডাচরা। বিপরীতে ঘরের মাঠে ২০১১ বিশ্বকাপে অবশ্য জয় তুলে নিয়েছিল সাকিব আল হাসানের দল।

চলতি আসরে দুই দলেরই পয়েন্ট সমান। পাঁচ ম্যাচে এক জয়ে ২ পয়েন্ট করে প্রায় পিঠাপিঠি অবস্থান করেছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। নেট রানরেটে এগিয়ে দশ দলের পয়েন্ট টেবিলে সাকিবরা আছেন আটে। ডাচদের অবস্থান তলানিতে। ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ অক্টোবর ২০২৩

Scroll to Top